Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

সামাজিক নিরাপত্তা কর্মসূচী

(ক)করিমগঞ্জ উপজেলা সমাজসেবা  কার্যালয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় (এম.আই.এস) এর ডাটা এন্ট্রি কার্যক্রম ১০০% সম্পন্ন করা হয়েছে।

(খ) প্রতিবন্ধী ব্যক্তিদের অনলাইনে ডাটা এন্ট্রি করে তাদের পরিচয়পত্র মুদ্রণসহ ১০০% বিতরণ ।

(গ) বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিÿা উপবৃত্তি, বেদে অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ/বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ২০১৭-২০১৮ অর্থবছর পর্যমত্ম ১০০% বিতরণ

দারিদ্র বিমোচন ও আর্থ -সামাজিক উন্নয়ন কর্মসুচি;

দারিদ্র বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়ন কর্মসুচির আওতায় এ উপজেলায় পলস্নী সমাজসেবা কার্যক্রম, এসিড দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাসত্মবায়ন করা হচ্চে। (ক) পলস্নী সমাজসেবা কার্যক্রমের আওতায় পরিচালিত সুদমুক্ত ÿুদ্র ঋণ খাতে এ যাবৎ বরাকৃত সর্বোমোট মূলধনের পরিমাণ ১০০০৯৩৩৭/- টাকা (এক কোটি নয় হাজার তিনশত সাইত্রিশ ) টাকা; যা এ উপজেলার পশ্চাদপদ ১,৭৯৩/- টাকা(এক হাজার সাতশত তিরানববই) টি পরিবারকে ঋণ দানের মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে।

প্রতিবন্ধীতা সনাক্তকরণ জরিপ;

প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ কর্মসূচির মাধ্যমে পাবনা করিমগঞ্জ উপজেলার জরিপ কার্যক্রম পরিচালিত হয়। এ জরিপের মাধ্যমে সনাক্তকৃত বিভিন্ন ক্যাটাগরির প্রতিবন্ধির সংখ্যা ৩২৫০ জন এবং তাদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংস্থা ও কমিউনিটি ÿমতায়ন:

এ উপজেলায় ৩৬ টি স্বেচ্ছাসেবী সংগঠণকে নিবন্ধন প্রদান করা হয়েছে। যে সংস্থাগুলি সমাজে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ আর্থ সামাজিক উন্নয়নে গুরম্নত্বপূর্ন ভহমিকা পালন করছে।

০৪. সাম্প্রতিক কর্মকান্ড

বয়স্ক ভাতা বহি বিতরণ

সামজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় এ উপজেলার ০১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে গিয়ে বয়স্ক ভাতার উপকারভোগীর মাঝে ভাতা বহি বিতরণ করা হয়।

বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাণ

সামজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় এ উপজেলার ০১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে গিয়ে বয়স্ক ভাতার উপকারভোগীর মাঝে ভাতা বহি বিতরণ করা হয়।

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বহি বিতরণ

সামজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় এ উপজেলার ০১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে গিয়ে বয়স্ক ভাতার উপকারভোগীর মাঝে ভাতা বহি বিতরণ করা হয়।